বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

শিশু রাইফার মৃত্যু : ৪ চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগপত্র

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের মেহেদিবাগের ম্যাক্স হাসপাতালে রাফিদা খান রাইফার মৃত্যুর ঘটনায় হাসপাতালের চার চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগে দায়ের হওয়া মামলার অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

সোমবার (২৫শে মার্চ) চট্টগ্রাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন – পিবিআই মেট্রো ইউনিটের পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক নগর পুলিশের প্রসিকিউশন শাখায় এ অভিযোগপত্র জমা দেন। অভিযুক্ত চার চিকিৎসক হলেন, ডা. লিয়াকত আলী খান, ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেনগুপ্ত ও ডা. শুভ্র দেব।

পিবিআই পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বলেন, অবহেলাজনিত মৃত্যু ঘটানোর দায়ে দন্ডবিধির ৩০৪ (ক) ও ১০৯ ধারায় ওই চার ডাক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়া হয়েছে। পুলিশের প্রসিকিউশন শাখা থেকে সেই অভিযোগপত্র পরে আদালতে দাখিল করা হবে।

২০১৮ সালের ২৯ জুন চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক রুবেল খানের আড়াই বছরের শিশু কন্যা রাফিদা খান রাইফা মারা যায়। রাইফার পরিচার অভিযোগ করে, হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও অদক্ষতার কারণেই তার মৃত্যু হয়।

রাইফার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাইফার বাবা রুবেল খান বাদী হয়ে ২০১৮ সালের ২০ জুলাই ওই চার চিকিৎসককে আসামি করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে আজ সোমবার অভিযোগপত্র জমা দেওয়ায় পিবিআইকে ধন্যবাদ জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নেতৃবৃন্দ। এক বিবৃতিতে তারা বলেন, ভুল চিকিৎসায় মৃত্যুর কারণে যে আস্থাহীনতা তৈরি হয়েছে তা থেকে উত্তরণের জন্য রাইফা হত্যার সুষ্ঠু বিচার দ্রুত নিশ্চিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com