সিরাজগঞ্জের এনায়েতপুরে আগুনে পুড়ে দগ্ধ ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে এনায়েতপুরের জালালপুর ইউনিয়নের ভেকা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটে। নিহত শিশুরা হলো বেকা গ্রামের কৃষি দিনমজুর জামাল হোসেনের ছেলে সোহাগ (৭) ও মেয়ে আল্লাদি (৫)।
শুক্রবার দুপুরে এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, প্রাথমিক ভাবে জানা গেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে শোবার ঘরে আগুন ধরে। এ অবস্থায় স্থানীয়রা আগুন নেভানোর পর দগ্ধ দুই ভাইবোনকে উদ্ধার করে। তাদের হাসপাতালে নেয়ার পথে রাতেই শিশু সোহাগ মারা যায়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যায় আল্লাদি। এঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Share on Facebook
Leave a Reply