রবিবার, ২১ এপ্রিল ২০২৪, ০৮:৪৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে তিন উপজেলায় চেয়ারম্যান পদে জিয়াউল গাজী সহ ১০ প্রার্থীর মনোয়নপত্র দাখিল উত্তরায় ট্রাফিক পুলিশের মাঝে ওরস্যালাইন বিতরণ। পাঁচশত টাকায় স্ত্রীকে বন্ধ, গনধর্ষনের স্বীকার স্ত্রী,স্বামী সহ আটক-৪ বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে দিলো কুয়েত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজলের জয়জয়কার গাজীপুরে জব্দ করা অবৈধ চিনি পেল এতিমরা বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল) আইপিএলের মাঝে দল ছেড়ে ‘পালালেন’ অশ্বিন, পাওয়া গেল জঙ্গলে! প্রচণ্ড গরমে হাঁসফাঁস, আগামী দুদিন যেমন যাবে আবহাওয়া দক্ষিনখানে ১৪ বছরের রায়হানকে হত্যাচেষ্ঠা,মামলার ১৩ দিনেও গ্রেফতার হয়নি আসামী

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

  • আপডেট টাইম : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২৯ বার পঠিত

ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি সাফল্য পাওয়া ফরম্যাট ওয়ানডে। তবে এই ফরম্যাটের বিশ্বকাপেই একের পর এক হারে নাস্তানাবুদ হয়ে কোণঠাসা বাংলাদেশ দল। নিজেদের সপ্তম বিশ্বকাপ একেবারেই দুঃস্বপ্নের মতো কাটছে টাইগারদের।

ভারতে বসা টুর্নামেন্টটিতে টাইগাররা এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে টানা ছয় ম্যাচই হেরেছ। এতে সবার আগে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে সাকিব বাহিনী। বিশ্বকাপের স্বপ্ন ভঙ্গের পাশাপাশি কপাল পুড়তে যাচ্ছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়ার ভাগ্যও।

তবে টাইগারদের সামনে রেয়েছে খানিকটা সুযোগ। এর জন্য জিততে হবে বিশ্বকাপে নিজেদের পরের দুই ম্যাচ। তাই শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাথুরুসিংহের শিষ্যদের জন্য।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দুই দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে। সরাসরি দেখা যাবে গাজী টিভি, টি-স্পোর্টস ও স্টার স্পোর্টস- ১।

ভারতের রাজধানীর এই স্টেডিয়ামেই চলতি আসরে দুবার দ্রুততম সেঞ্চুরির রেকর্ড দেখা গেছে। স্বাভাবিকভাবেই তাই রানের প্রত্যাশা থাকবে বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকে। কন্ডিশন বিবেচনায় তাই ব্যাটিং নির্ভর একাদশই দেখা যাবে সোমবারের ম্যাচে।

ধারণা করা হচ্ছে আজ লিটন দাসের ওপেনিং সঙ্গী হিসেবে দেখা যাবে তানজিদ তামিমকেই। তিনে নাজমুল হোসেন শান্ত, চারে সাকিব আল হাসান। শুরুর এই চারজনই এবারের বিশ্বকাপে নিজেদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। তামিমের একটি আর লিটনের দুইটি অর্ধশতক থাকলেও তা দলকে জয় এনে দিতে পারেননি।

এছাড়া পাঁচে তাওহীদ হৃদয়, ছয়ে মুশফিকুর রহিম আর সাতে মাহমুদউল্লাহ রিয়াদের অবস্থান অনেকটা নিশ্চিত। দলে রানের ধারাবাহিকতা বিবেচনায় এখানেই বেশি আস্থা। আটে মেহেদী হাসান মিরাজ খেলবেন।

তিন বিশেষজ্ঞ পেসার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। সে হিসেবে নয়ে তাসকিন আহমেদ, দশে শরিফুল ইসলাম আর এগারোতে থাকতে পারেন মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com